Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

 

 

সমাজের অবহেলিত মহিলাদেরকে উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা প্রদান করা হয়। যে সকল প্রসুতি মায়েরা পুষ্টিকর খাবার গ্রহণের সামর্থ রাখেনা তাদের জন্য মাতৃকালীন ভাতা প্রদান করা হয়। যারা কর্মক্ষম তাদেরকে বিভিন্ন তালিকায় এনে বিভিন্ন প্রকল্পের কাজে সম্পৃক্ত করা হয়। স্বামী পরিত্যাক্তা ও বিধবা মহিলারা সাধারণত অসহায় হয়ে পড়ে,বিধবা ভাতা মাধ্যমে তাদেরকে সহযোগীতা করা হয়। এছাড়াও অবহেলিত, নিষ্পেষিত, বঞ্চিত, দরিদ্র ও অসহায় মহিলাদের তালিকাভুক্তি করে তাদের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করানোর উদ্যোগ অব্যহত রয়েছে। এছাড়াও ক্যান্সার/কিডনি/লিভার সমস্যায় জড়িত দরিদ্র মহিলাদের উন্নত চিকিৎসার জন্য সাহায্য প্রদান করা হয়।