Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
Union Parishad Bhaban
বিস্তারিত

 

 

  

বৃটিশ আমলে “আনন্দবাস ইউনিয়ন বোর্ড" ও “বল্লভপুর ইউনিয়ন বোর্ড” দুইটির সম্মিলিত ও সম্প্রসারিত রূপই আজকের বাগোয়ান ইউনিয়ন পরিষদ।আনন্দবাস গ্রামের উত্তর দিকের শেষ প্রান্তে শান্ত-স্নিগ্ধ সবুজ শ্যামল পরিবেশে বিগত ১৯৬০ খ্রীঃ বাগোয়ান ইউনিয়ন পরিষদের কার্যালয় বা মূল ভবনের গোড়াপত্তন হয়। কালের বিবর্তনের সাথে সাথে মূল ভবনের কয়েক গজ দূরে ইং ২০০০ খ্রীঃ উত্তর দক্ষিন বরাবর পশ্চিমমুখী বর্তমান আধুনিক ভবনটি স্থাপিত হয়।কালচক্রের ঘটনায় ১৯৬০ খ্রীঃ নির্মিত ইউনিয়ন পরিষদের প্রথম ভবনটি ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে।আনন্দবাস ,সোনাপুর, মাঝপাড়া, ভবরপাড়া (মুজিবনগর), মানিকনগর, নাজিরাকোনা, বল্লভপুর, বাগোয়ান , রতনপুর, ঢোলমারী ,জয়পুর ও তারানগর এই ১২টি গ্রাম নিয়ে গঠিত ঐতিহাসিক মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে বৃহত্তম ইউনিয়ন “বাগোয়ান”।