Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

১৯৪৭ সালে দেশ বিভাগের পর কুষ্টিয়ার লালন শাহের লালনগীতির ব্যাপক চর্চার প্রভাব বাগোয়ান সাংস্কৃতিক অঙ্গন কে প্রভাবিত করেছে। এছাড়া বাগোয়ান  ইউনিয়নের লোক-সংস্কৃতি, বাউলগীতি, আঞ্চলিকগীতি, নাট্যচর্চা, ভাসান গানও মানিকপীরের গান উল্লেখযোগ্য।

বাগোয়ান ইউনিয়ন  নদীয়ার প্রাচীন জনপদ হওয়ায় এখানে লোকসংস্কৃতি বা গ্রামীণ সংস্কৃতি বিভিন্ন ভাবেচর্চার মাধ্যমে ঐতিহ্যে রূপান্তরি তহয়েছে। বাঙালীর সমাজজীবনে নানা উৎসব আয়োজনে নানা ধরণেরগীত, কবিগান, ভাবগান, পুঁথিপাঠ, মেঠোগান, মানসারগান, ভাসানগান, ছেলেনাচানোগান, মানিকপীরেরগান, বোলানগান, অষ্টগান,  গাজীরগীত ও কৃষ্ণ গান সবিশেষ উল্লেখযোগ্য। লোক সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে ধর্মীয় প্রভাব ও এক শ্রেণীর প্রভাবশালী সমাজপতিদের বিদ্রুপান্তক দৃষ্টিভঙ্গি বিশেষ অন্তরায় সৃষ্টি করলে ও বহু কাল ধরেই লোক সংস্কৃতি বাগোয়ানের সমাজ জীবনে নানা ভাবে বিদ্যমান রয়েছে।