Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দায়িত্ব

 

               গ্রাম পুলিশের দায়িত্বও কর্তব্য

০১)দিনে ও রাতে ইউনিয়ে পাহারা ও টহলদারী করা।

 ০২)চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করা।

 ০৩) অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করা।

 ০৪)অন্য নির্দেশ না থাকলে প্রতি পনর দিন অন্তর এলাকার অবস্হা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তাকে অবহিত করা।

 ০৫)থানারভারপ্রাপ্তকর্মকর্তাকে সে সকল বিষয় সম্পর্কে অবহিত করবেন,যা বিরোধ,দাংগাহাংগামা বাতুমুল কলহ সৃষ্টি করতে এবং জনগনের শান্তি বিঘ্নিত করতে পারে ।

 ০৬)ইউনিয়নেরখারাপ চরিত্রের লোকদের গতিবিধি লক্ষ্য করা এবং মাঝে মাঝে থানারভারপ্রাপ্তকর্মকর্তাকে অবহিত করা।পার্শ্ববর্তী এলাকা হইতে আগত কোনসন্দেহজনক ব্যক্তিরউপস্হিতি সম্পর্কেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিতকরা।

 ০৭) জন্ম ও মৃর্ত্য রেজিষ্টার সংরক্ষণ এবং এলাকার সব জন্ম ও মৃত্যু সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন।

 ০৮)খাজনা ভূমি উন্নয়ন কর,স্হানিয় কর,ফি বা অন্য পাওনা সংগ্রহ আদায়ে তিনি রাজস্ব কর্মচারীদের সহায়তা করা।

 ০৯)ইউনিয়ন পরিষদের নিদের্শে কোন বাসিন্দার আবাস্হল ও সম্পত্তির উপর পরোয়ানা জারি করতে পারবেন।