গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া
গ্রাম আদালত আইন ২০০৬ এর এখতিয়ার অনুযায়ী৫০ থেকে ২৫,০০০/=টাকা গ্রাম আদালত আবেদন গ্রহন করা যাবে।
১মঃ আবেদন গ্রহন, যাচাই বাচাই এবং প্রতিবাদীকে সমন প্রদান।
২য়ঃ আসামী হাজির হলে, বাদী ও আসামীর দুই জন করে প্রতিনিধি মনোয়ন করিতে পারে।
৩য়ঃ বাদী ও আসামী নিয়োগকৃত প্রতিনিধি ও চেয়ারম্যানের সমন্বয়ে ০৫ জন সদস্য বিশিষ্ট গ্রাম আদালত গ্রহন।
৪র্থঃ বাদী ও আসামীর প্রতিনিধিদের বিচার কার্যে অংশগ্রহনের জন্য দাওয়াত পত্র প্রেরণ ও আসামীকে আপত্তি দাখিল করার নির্দেশ দেওয়া হয়।
৫মঃ আপত্তি দাখিল না করিলে অথবা নাবলেও গ্রাম আদালত তার পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবে।
৬ষ্টঃ বাদী ও আসামীর নিয়োগকৃত প্রতিনিধি এবং চেয়ারম্যানের সমন্বয়ে বিচার কার্য্যক্রম আরম্ভ হয়।
বাদী ও আসামী এবং বাদীর সাক্ষির বক্তব্য শোনা শেষে ০৫ জন মিলে আলোচনা করে মামলার ডিক্রি বা রায় প্রকাশ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস