Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

পূর্ববতী মামলার রায়

যে সকল মামলা বাগোয়ান ইউনিয়ন পরিষদে হয়েছে।  তা বছর ভিত্তিক  পুর্ববর্তী মামলার রায়  ফাইল আকারে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।  তাছাড়া  কোন মামলা পুনরায় চালুকরার জন্য ঐ মামলার কাগজপত্র  উৎথাপন করা হয়।

মামলা নং

রায়ের তারিখ

রায়

১৪/২০১৪

০৬/০৮/২০১৪

উভয় পক্ষে সাক্ষ্য, নথি,স্বাক্ষীদের বক্তব্য ও মামলার প্রেক্ষাপট পযালোচনা করে দেখা যায় আবেদনকারী অহেতুক প্রতিবাদীকে হয়রানির জন্য গ্রাম আদালতে মামলা দায়ের করেছে।গ্রাম আদালতের সিদ্ধান্ত মোতাবেক ৫:০ ভোটে আবেদনকারী কর্তৃক প্রতিবাদীকে ২০০০/-(দুই হাজার টাকা) ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো।

বিষয়ঃ গ্রাম আদালতের কর্মতৎপরাতার উপর বার্ষিক অগ্রগতি প্রতিবেদন।

 

জেলাঃ মেহেরপুর                            বিভাগের নামঃ খুলনা

 

ইউনিয়নের

নাম

প্রতিবেদন সময় কাল

দায়েরকৃত/

গ্রহনকৃত মামলার সংখ্যা

নিস্পত্তিকৃত

মামলার সংখ্যা

বিচারধীন

মামলার সংখ্যা

নিস্পন্নকৃত/

সিদ্ধান্ত

বাস্তবায়নকৃত

মামলার সংখ্যা

আদায়কৃত

ফিস

ধার্যকৃত

জরিমানা

আদায়কৃত

জরিমানা।

বাগোয়ান

১লা জানুয়ারী ২০১৪ হতে ডিসেম্বর ১৪পর্যন্ত।

৮০

৪৫

৩৫

৪০